ইমেইল বিতর্কে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটপ্রধান

ফাঁস হওয়া ইমেইল বিতর্কে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডেবি ওয়াসারম্যান শুলটজ।
ফাঁস হওয়া ইমেইলে দেখা যায়, পার্টির ভেতরের লোকজন প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রার্থী হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বীদের মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান ব্যাহত করার চেষ্টা করেছে।
আজ সোমবার বিবিসি জানিয়েছে, ডেমোক্রেটিক দলের নেতা ও ভারমন্ট অঙ্গরাজ্যের সিনেটর বার্নি স্যান্ডার্স পার্টিপ্রধান ওয়াসারম্যানকে পদত্যাগ করতে বলেছেন।
ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট দলের সম্মেলনে হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দেওয়া হবে।
গত ২২ জুলাই ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির প্রায় নেতৃস্থানীয় সাতজনের ১৯ হাজার ইমেইল ফাঁস করেছে উইকিলিকস।
ওয়াসারম্যান শুলটজ বলেছেন, সম্মেলনের শেষে তিনি সরে দাঁড়াবেন। তবে তিনি আশা করেন, সম্মেলনে পাটির সর্বস্তরের সমর্থকরা উপস্থিত থাকবেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে পার্টিতে তাঁর অবদানের জন্য ওয়াসারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে, হিলারি ক্লিনটনের ভাইস প্রেসিডেন্ট পদে ভার্জিনিয়া সিনেটর টিম কেইনকে বেছে নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন বার্নি স্যান্ডার্স।