ফ্লোরিডার নৈশক্লাবে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নৈশক্লাবে গুলিতে অন্তত দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। স্থানীয় সময় আজ সোমবার ভোরে স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ফ্লোরিডার অভিজাত এলাকা হিসেবে পরিচিত ফোর্ট মায়ার্সের ক্লাব ব্লু-বার অ্যান্ড গ্রিলের পার্কিং লটে রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ওই সময়ে নৈশক্লাবে কিশোর-কিশোরীদের একটি পার্টি চলছিল।
কাউন্টি শেরিফ দপ্তরের লেফটেনেন্ট জিম মুলিগানের বরাত দিয়ে বিবিসি জানায়,ওই পার্টিতে সর্বনিম্ন ১৩ বছর বয়সী কিশোর-কিশোরীদের উপস্থিতি ছিল। নিহতদের একজনের বয়স ১৪। এ ছাড়া তিনি ১৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ফোর্ট মায়ার্সের পুলিশ বিভাগের বরাতে স্কাই নিউজ দুজন নিহতের খবর নিশ্চিত করেছে। পুলিশ জানায়, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আরেকজনকে আটকের জন্য খোঁজা হচ্ছে। তিনটি স্থানে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। একটি ওই ক্লাবে আর বাকি দুটি পাশের সড়কের সংযোগস্থলে। তবে তিনটি হামলার মধ্যে কোনো সংযোগ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশের তরফে জানানো হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় হামলায় রাস্তায় একটি চলন্ত কালো রঙের গাড়ি থেকে পাশের বাড়িঘর লক্ষ্য করে গুলি করতে দেখা গেছে।
মাত্র দু্ই মাস আগে ফ্লোরিডায় এক বন্দুক হামলায় ৪৯ জন নিহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি হামলায় এত বেশি সংখ্যক হতাহতের ঘটনা সেটাই ছিল প্রথম।