ওবামার শাসনকাল একটা বিপর্যয় ছিল : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউসে থাকার পুরো মেয়াদ একটি বিপর্যয় ছিল বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট ওবামাকে একজন দুর্বল ও অকর্মন্য হিসেবে ব্যাখ্যা করেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে যে মন্তব্য করেছেন, তারই পাল্টা জবাব দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি। এর আগে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে রিপাবলিকান পার্টি কেন তাঁকে প্রার্থী হিসেবে এখনো সমর্থন দিচ্ছে সেই প্রশ্ন তুলেছিলেন প্রেসিডেন্ট ওবামা। সংবাদ সম্মেলনে পুরো রিপাবলিকান পার্টিরই মান নিয়ে প্রশ্ন তোলেন ওবামা।
নির্বাচনী লড়াইয়ে একে অপরকে আক্রমণ করা মার্কিন রাজনীতিতে নতুন কিছু নয়। তবে ডোনাল্ড ট্রাম্প যেন তাতে নতুন মাত্রা যোগ করেছেন বলে মন্তব্য করছেন রাজনীতির বিশ্লেষকরা।
এসব বিতর্কিত মন্তব্য করে মি ট্রাম্প রিপাবলিকান ভোটারদের বাহবা পেলেও তাঁর সাম্প্রতিক মন্তব্যে স্বয়ং তার নিজের দল রিপাবলিকান পার্টিরই অনেক নেতা এখন তার সমালোচনা করছেন।