নেপালে ৭.৯ মাত্রার ভূমিকম্প, ভবন ধস, সড়কে ফাটল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/25/photo-1429952850.jpg)
নেপালে ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে বহু ভবন ও শত বছরের পুরনো বহু মন্দির ধসে পড়েছে। আজ শনিবার এ কম্পন অনুভূত হয়। এখন পর্যন্ত এক কিশোরী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কাঠমান্ডুর একটি পার্কে মূর্তি ভেঙ্গে গায়ে পড়লে ওই কিশোরী নিহত হয়। এছাড়া মধ্য কাঠমান্ডুতে বহু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান ইউএসজিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে কাঠমান্ডুতে অনেক ভবন ধসে গেছে। বহু মানুষ আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, নেপালের পর শক্তিশালী ভূকম্পন হয়েছে উত্তর ভারতের বিভিন্ন স্থানে। দিল্লি ও আশপাশের এলাকায় এক মিনিটেরও বেশি সময় ধরে কম্পন হয়। এ সময় লোকজন রাস্তায় বের হয়। এ ছাড়া ভারতের পাটনা, লক্ষ্ণৌ, কলকাতা, জয়পুর, চণ্ডীগরসহ কয়েকটি স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।