মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা!

লোহিত সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টার।
ডেইলি স্টারের অনলাইন সংস্করণে বলা হয়েছে, মার্কিন রণতরী মেসন, নিটজে ও পনসেকে লক্ষ্য করে গতকাল শনিবার এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দেশটির প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র জানিয়েছে।
গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেশকিছু রকেট এসব রণতরীকে লক্ষ্য করে ছোড়া হয়। পরে আত্মরক্ষায় পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে এসব জলযান।
ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস মেসন নামে একটি রণতরী লোহিত সাগরের ইয়েমেন ও আরব উপদ্বীপের মাঝে অবস্থিত বাব আল মানদেব প্রণালির উত্তর দিকে অবস্থান করছিল। তবে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী বা অ্যান্টি মিসাইল ক্ষমতা থাকায় এটিকে লক্ষ্য করে ছুটে আসা ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সক্ষম হয় সেটি। ফলে অক্ষত আছেন ইউএসএস মেসন রণতরীর সদস্যরা।
তবে কোথা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি।