নির্বাচনের ফল না মানার আভাস ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ফল না মানার আভাস দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার দেশটির নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অবস্থিত নেভাদা বিশ্ববিদ্যালয়ে শেষ বিতর্কে ট্রাম্প এমন আভাস দেন।
নির্বাচনে হারলে ফল মেনে নেবেন কি না, ট্রাম্পকে সেই প্রশ্ন করেন বিতর্কের সঞ্চালক ক্রিস ওয়ালেস। জবাবে স্পষ্ট কোনো উত্তর দেননি ট্রাম্প। তিনি বলেন, ‘সময় হলে আপনাকে জানাব।’
কয়েক দিন ধরে নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, গণমাধ্যম ও হিলারির প্রচার দল নির্বাচনে কারচুপির লক্ষ্যে কাজ করছে। আজকের বিতর্কে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
গত দুটি বিতর্কের মতো শেষ বিতর্কও উত্তাপ ছড়িয়েছে। এ বিতর্কের শেষ পর্যায়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘জঘন্য নারী’ হিসেবে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
বিতর্কের শুরু ও শেষ পর্যায়ে হাত পর্যন্ত মেলাননি দুই প্রেসিডেন্ট প্রার্থী।
বিতর্কটা জমে ওঠে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কেন্দ্র করে। ডোনাল্ড ট্রাম্পকে পুতিনের ‘পুতুল’ হিসেবে আখ্যা দেন হিলারি। জবাবে হিলারিকে পুতুল বলেন ট্রাম্প।
বিতর্কের উত্তাপ শেষে সংবাদমাধ্যম সিএনএন ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ওআরসির জরিপে হিলারির জয়ের সম্ভাবনা উঠে আসে।
জরিপে দেখা যায়, ৫২ শতাংশ মনে করছেন হিলারি জয়ী হবে। আর ৩৯ শতাংশের সমর্থন আছে ট্রাম্পের প্রতি।