ইন্দোনেশিয়ায় মিয়ানমার-বাংলাদেশের ৭৯৪ অভিবাসী উদ্ধার
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের পূর্ব উপকূলে মিয়ানমার ও বাংলাদেশের ৭৯৪ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে তাঁদের উদ্ধার করা হয় বলে ইন্দোনেশিয়ার এক অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
urgentPhoto
আচেহর লাংসা শহরের কর্মকর্তা খায়রুল নোভা টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আজ শুক্রবার ভোরে মাঝসমুদ্র থেকে জেলেরা ৭৯৪ অভিবাসীকে উদ্ধার করে তীরে এনেছেন। আপাতত তাঁদের বন্দরের একটি গুদামঘরে রাখা হয়েছে।’
গত রোববার ইন্দোনেশিয়ায় একটি নৌযান থেকে ৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়। থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ায় হাজার হাজার অভিবাসী নিয়ে বেশ কয়েকটি নৌযান দক্ষিণ-পূর্ব এশিয়ার সাগরে ভাসছে। এসব অভিবাসীকে উদ্ধারে জাতিসংঘের অনুরোধ শুনছে না দেশগুলো।