‘মৃত নারী’কে কফিনে শ্বাস নিতে দেখে অবাক স্বজনেরা!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/13/ikuyyeddr_kphin.jpg)
লাতিন আমেরিকার দেশ ইউকুয়েডরে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় এক নারীকে শ্বাস নিতে দেখা গেছে। ওই সময় তাকে জীবিত দেখে আশ্চর্য হয়ে পড়েন শোকার্ত পরিবারের সদস্য ও স্থানীয়রা।
গত সপ্তাহে স্ট্রোক করার সন্দেহে ৭৬ বছর বয়সী বেলা মন্টোয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
দাফনের আগে যখন বেলা মন্টোয়ার জামাকাপড় বদলানোর প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা, এ সময় তাকে বাতাসের জন্য হাঁপাতে দেখা যায়। এরপর তাকে আবার হাসপাতালে পাঠানো হয় এবং তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওই নারী হার্ট অ্যাটাক হয়েছিল। এতে তার হৃদযন্ত্রের কার্যকারিতা বন্ধ হয় এবং তিনি শ্বাস-প্রশ্বাস করার ক্ষমতা হারান। চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি সাড়া দেননি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্টোয়ার ছেলে গিলবার রডলফো বালবেরান স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘মাকে রাত ৯টার দিকে ভর্তি করা হয়েছিল এবং দুপুরে একজন ডাক্তার আমাকে বলেছিলেন, (তিনি) মারা গেছেন।’
পরিবারের সদস্যরা শ্বাস নেওয়ার চেষ্টা করতে দেখার আগে মন্টোয়াকে কয়েক ঘণ্টা কফিনে রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, তিনি একটি খোলা কফিনে শুয়ে আছেন এবং প্রচণ্ডভাবে শ্বাস নিচ্ছেন। তখন কিছু মানুষ তার চারপাশে ভিড় করে আছেন।
এরপর মেডিকেল টিমের সদস্যরা এসে মন্টোয়াকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলেন এবং হাসপাতালে নিয়ে যায়। এখন তিনি একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন, যেখানে তাকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/06/13/ecoador_inside.jpg)
মন্টোয়ার ছেলে বালবেরান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এখন একটু একটু করে বুঝতে পারছি কী হয়েছে। আমি শুধু মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করি। আমি তাকে জীবিত এবং আমার পাশে চাই।’