ইউক্রেনে যাচ্ছে মার্কিন আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান
যুক্তরাষ্ট্রের এম-১ আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান আগামী সপ্তাহে ইউক্রেনে পৌঁছাবে। এসব অস্ত্র রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে ধীর গতিতে লড়াই চালিয়ে যাওয়া কিয়েভের বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ কথা বলেছেন। খবর এএফপির।
বাইডেন হোয়াইট হাউসে বলেছেন, ‘আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান ইউক্রেনে সরবরাহ করা হবে।’ এ সময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাইডেনের পাশে দাঁড়িয়ে ছিলেন।
খবরে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রে জেলেনস্কির এটি দ্বিতীয় সফর।