ইউরোপীয় ইউনিয়নের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সমর্থন
বাংলাদেশে বিরোধীদলের নেতাকর্মী গ্রেপ্তার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল উদ্বেগ প্রকাশ করে গতকাল রোববার (৫ নভেম্বর) বিবৃতি দেন। একইসঙ্গে সব পক্ষকে তিনি সহিংসতা থেকে বিরত থেকে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার কথা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এমন মন্তব্যে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের এক্স ভেরিফায়েড আইডিতে বোরেলের পোস্টকে শেয়ার করে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ‘সমর্থন’ জানায়।
আজ মঙ্গলবার সকাল ৮টা ৩৪ মিনিটে শেষ বার সম্পাদিত ওই পোস্টে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বিচার বিভাগ, জাতিসংঘের মানবাধিকার সংস্থা, কলোনি ফাউন্ডেশন ফর জাস্টিস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ট্রায়েল ওয়াচ, সংবাদ সংস্থা এএফপিসহ ৪৪টি সংস্থাকে মেনশন এবং মানবাধিকার সংস্থাকে হ্যাশ ট্যাগ করেছে।
দূতাবাস জোসেপ বোরেলের পোস্টটি শেয়ার দেওয়ার সময় লিখেছে, আমরা সমর্থন জানাচ্ছি।
জোসেপ বোরেলে গতকাল তার পোস্টে লেখেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী দলের নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি।’
‘সব ক্ষেত্রেই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে’ জানিয়ে জোসেপ বোরেল লিখেছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি।’ তিনি আরও লিখেছেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।’

এনটিভি অনলাইন ডেস্ক