‘স্কাই বেবি’ জন্ম নিল মাঝ আকাশে
বিমান তখন মধ্য আকাশে। যাচ্ছে তাইওয়ানের তাইপেই থেকে থাইল্যান্ডের ব্যাংককে। ভিয়েতজেট ফ্লাইটে এমন সময় এক নারীর ওঠে প্রসব বেদনা। কেবিন ক্রুরা জানতে পেরে তা জানান পাইলটকে। দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নেন পাইলট জাকারিন সারানরাকসুল। পৃথিবীতে আসতে সহযোগিতা করেন শিশুটিকে।
ডা. জাকারিন নামে একটি আইডিতে পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে এই তথ্য জানানো হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে ভারতীয় গণমাধ্যম জি নিউজ প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মি. সারানরকসুল নিজের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে সেই শিশুটিকে ধরে আছেন তিনি।
তিনি লিখেছেন, ‘আমি ১৮ বছর ধরে পাইলট। আমি বিমানে মাত্র একটি নবজাতককে জন্ম নিতে সাহায্য করেছি।’ পাইলট জানান, ক্রুরা শিশুটির ডাকনাম রেখেছেন, ‘স্কাই বেবি’।