ঈদের প্রাক্কালে নুসেইরাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৪
গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ফিলিস্তিনের ১৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং শিশু ও নারীসহ আরও কয়েকজন আহত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগের দিন মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এ খবর দিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি যুদ্ধবিমান ক্যাম্পের একটি আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করে। এতে কমপক্ষে ১৪ বেসামরিক লোক নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও নারী।
পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রাক্কালে এই প্রাণঘাতী হামলা চালানো হয়।
প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে এ পর্যন্ত ৩৩ হাজার ৩৬০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু এবং নারী। এ ছাড়া ৭৫ হাজার ৯৯৩ জনেরও বেশি আহত হয়েছে।
হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ, যারা ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে বা অন্য কোথাও নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীদের তাদের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী।