ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের প্রার্থিতা বাতিল
ইরানে প্রেসিডেন্ট পদের নির্বাচনে লড়বেন বলে মনস্থির করেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। আবেদনও করেছিলেন তিনি। তবে, সেই আশা পূরণ হয়নি। প্রার্থিতায় অনুমোদন দেয়নি গার্ডিয়ান কাউন্সিল৷
ইরানে ১২ জন ইসলামি পণ্ডিত ও বিচারকের সমন্বয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের যোগ্যতা যাচাই করে। ২৮ জুন দেশটিতে নির্বাচন হতে চলা প্রেসিডেন্ট পদে ৮০ জন প্রার্থীর মধ্যে ছয়জনের আবেদন অনুমোদন করেছে এই কাউন্সিল৷ অনুমোদন পাওয়া ছয় প্রার্থীর মধ্যে পাঁচজন কট্টরপন্থি বলে বিবেচিত৷ অন্যজন সংস্কারপন্থি৷ এই ছয়জনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ধরা হচ্ছে মোহাম্মদ বাঘার কালিবাফ৷
হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷
মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। এরপর ২০১৭ ও ২০২১ সালেও প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু, সে সময়েও তার আবেদনে সাড়া দেয়নি গার্ডিয়ান কাউন্সিল।