বিল নিয়ে বিতর্ক, ইতালির পার্লামেন্টে হাতাহাতি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/13/italy_thum.jpg)
স্থানীয় সরকার বিলকে ঘিরে ইতালির সংসদে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। বিতর্ক চলাকালে একজন সংসদ সদস্য অপর সহকর্মীকে জাতীয় পতাকা দিতে গেলে তা হাতাহাতিতে গড়ায়। এই ঘটনায় পার্লামেন্টের অপর সদস্যরা হতবাক হয়ে যান। তারা তাৎক্ষণিক নিরাপত্তাকর্মীসহ দুপক্ষকে ছাড়িয়ে নেন। খবর এনডিটিভি।
হাতাহাতির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পলিটিকোর বরাতে এনডিটিভি বলছে, ইতালির সংসদে স্থানীয় সরকার বিল নিয়ে উত্তপ্ত বিশৃঙ্খলায় রূপ নেই। হয় হাতাহাতি। এতে অধিবেশন ব্যাহত হয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/13/italy_in.jpg)
পলিটিকো লিখেছে, সংস্কার প্রস্তাবের বিরোধিতাকারী ফাইভ স্টার দলের এমপি লিওনার্দো ডনো আক্রমণাত্মকভাবে মন্ত্রী রবার্তো কালডেরলির দিকে ইতালির পতাকা নিয়ে যান। সে সময় দুজন কেরানি ডনোকে ঠেকাতে যান। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির জোটের আরও কয়েকজন এমপিও সেখানে হাজির হন। পরে ডনো পড়ে যান।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/13/italy_in_ndtv_2.jpg)
পরে ডনোকে হুইল চেয়ারে সরিয়ে নেন পার্লামেন্টের চিকিৎসাকর্মীরা।