সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৩৭
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ততম সমুদ্র সৈকতে আল-কায়েদা সংশ্লিষ্ট জিহাদি গ্রুপ আল-শাবাবের আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে ৩৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। পূর্ব আফ্রিকার এই দেশটিতে সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। খবর এএফপির।
গত ১৭ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত আল-শাবাব এর আগে লিডো সমুদ্র সৈকত এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি লোকজনকে লক্ষ্য করে হামলা চালায়।
গত শুক্রবারের (২ আগস্ট) ওই হামলার দায় নিজেদের ওয়বসাইটে স্বীকার করেছে আল-শাবাব। এই হামলায় আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং বন্দুকধারীরা সমুদ্র সৈকতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন জানায়, বন্দুকধারীরা এ সময় ওই এলাকার সবাইকে মেরে ফেলার উদ্দেশ্যেই গুলি চালায়।
সোমালিয়ার স্বাস্থ্যমন্ত্রী আলি হাজি আদম গতকাল শনিবার (৩ আগস্ট) সাংবাদিকদের বলেন, ‘সব মিলিয়ে হামলায় ৩৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে।’
আলি হাজি আদম আরও জানান, ১১ জন আহত ব্যক্তি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে। এ ছাড়া আরও ৬৪ জন হাসপাতালে ভর্তি আছে এবং ১৩৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তা মোহামেদ ওমর জানান, আল-শাবাবের সদস্যরা সাধারণ লোকজনের ওপর বিরামহীনভাবে গুলি চালায়। তিনি আরও জানান, ছয় সদস্যের এই দলটির এক সদস্য আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এবং বাকি পাঁচজন বন্দুকধারী নিরাপত্তাকর্মীদের গুলিতে মারা যায়।