গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪০ হাজার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/15/gaza.jpg)
কেন্দ্রীয় গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের ক্ষতিগ্রস্ত স্থান। ছবি : এএফপি
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এই দাবি করেছে। এ ছাড়া আহত হয়েছে ৯২ হাজার ৪০১ জন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/08/15/gaza_in.jpg)
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়। ফরাসি সংবাদ সংস্থা এক প্রতিবেদনে মন্ত্রণালয়টির বরাতে আরও জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪০ হাজার পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯২ হাজার ৪০১ জন।