ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান ইসরায়েলিদের

গাজায় বন্দি জিম্মিদের পরিবারগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে এই মাসে এই আবেদন জানান তারা। জিম্মিদের মুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে ট্রাম্পের প্রচেষ্টার জন্য তারা এই সম্মান জানানোর আহ্বান করেছেন। খবর টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলে জিম্মিদের আত্মীয়দের প্রতিনিধিত্বকারী হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পকে বিজয়ী ঘোষণার আহ্বান জানিয়ে তারা গত শুক্রবার (৩ অক্টোবর) পুরস্কার কমিটি বরাবর একটি চিঠি পাঠিয়েছে।
ফোরামটি লিখেছে, এই মুহূর্তে বাকি সমস্ত জিম্মিদের মুক্তি ও এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর জন্য ট্রাম্পের বিস্তৃত পরিকল্পনা টেবিলে রয়েছে। আমরা আশাবাদী, আমাদের দুঃস্বপ্ন অবশেষে শেষ হবে।
চিঠিতে ট্রাম্পের প্রশংসা করে বলা হয়- গত বছর কোনো নেতা বা সংগঠন বিশ্বজুড়ে শান্তিতে ট্রাম্পের চেয়ে বেশি অবদান রাখেনি। যদিও অনেকেই শান্তির বিষয়ে স্পষ্টভাষী কথা বলেছেন, কিন্তু ট্রাম্প তা অর্জন করেছেন।
যদিও ফোরামের এই চিঠিটি একটি শক্তিশালী সমর্থন, তবে এটি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের নোবেল মনোনয়ন গঠন করে না, কারণ তারা প্রার্থী জমা দেওয়ার যোগ্য নয়। কেননা রাষ্ট্রপ্রধান, সরকারের সদস্য, সাবেক নোবেল বিজয়ী ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মনোনয়ন জমা দিতে পারেন।
এই বছরের (২০২৫) পুরস্কারের মনোনীত প্রার্থীদের জমা দেওয়ার সময়সীমা ৩১ জানুয়ারি শেষ হয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জুলাই মাসে ট্রাম্পকে মনোনীত করলেও তা ২০২৬ সালের পুরস্কারের জন্য বৈধ হবে।

ইসরায়েলি-আমেরিকান আইন পণ্ডিত আনাত অ্যালন-বেক ইতিমধ্যেই ২৮ জানুয়ারি ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন।
বর্তমানে গাজায় হামাসের হাতে প্রায় ৪৮ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন এখনও জীবিত বলে ধারণা করা হচ্ছে।