মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : সব ফল পেতে আর কত দেরি?
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/06/22.jpg)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে জয় নিশ্চিত হয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের। যদিও এখনও প্রকাশ হয়নি পাঁচটি অঙ্গরাজ্যের ফল। তবে, এরইমধ্যে বিজয়রেখা অতিক্রম করেছেন ট্রাম্প। যদিও বিপুল ব্যবধানে পিছিয়ে আছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশটির অঙ্গরাজ্যগুলোর মধ্যে ফল প্রকাশ বাকি আছে পাঁচটির। এগুলোর মধ্যে তিনটিই সুইং স্টেট।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/11/06/us_in.jpg)
এখন যেসব অঙ্গরাজ্যের গণনার ফল মেলেনি, তার মধ্যে আছে—নেভাডা (৬), অ্যারিজোনা-১১, আলাস্কা (৩), মিশিগান (১৬), মাইনে (৪)। এরমধ্যে তিনটি অঙ্গরাজ্য সুইং এবং এতে আছে ৩৩ ভোট। আর বাকি মেইন (৪) আগে থেকে কমলার দিকে ঝুঁকে আছে এবং ট্রাম্পের দিকে ঝুঁকে থাকা আলাস্কার (৩) ফলাফল আসতে এখনও বাকি।