ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ছাড়ার ঘোষণা ইলন মাস্কের মেয়ের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/08/555555555_11zon_1_0.jpg)
বাবা ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন ২০২২ সালে ২০ বছর বয়সী ভিভান জেনা উইলসন। আর এবার তার বাবার পছন্দের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় যুক্তরাষ্ট্রই ছাড়তে চান তিনি। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসের একটি পোসেট এমনটিই জানান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককন্যা। খবর নিউইয়র্ক পোস্টের।
ইলন মাস্ক ও তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ঘরে ছয় সন্তান। তাদেরই একজন জেনা। রূপান্তরিত নারী জেনা আগে ছেলে ছিলেন।
জেনা উইলসন তার বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর জেন্ডার রূপান্তর (ছেলে থেকে মেয়ে হওয়া) ও নিজের নাম পরিবর্তনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। বাবার সঙ্গে সম্পর্কচ্ছেদের অংশ হিসেবে নাম পরিবর্তনও করেছিলেন জেনা উইলসন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/11/08/trump_in.jpg)
থ্রেডসে জেনা উইলসন লেখেন, ‘আমি কিছু সময়ের জন্য ভাবনাচিন্তার মধ্যে ছিলাম, কিন্তু গতকাল আমি মনস্থির করে ফেলেছি। যুক্তরাষ্ট্রে থাকার মধ্যে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না।’