অ্যারিজোনাতেও বিজয়ী ট্রাম্প, জিতলেন সবগুলো সুইং স্টেট
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি সাতটি সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যের সবগুলোতেই জয় পেলেন। শনিবার (৯ নভেম্বর) অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত হলে তার সংগ্রহ দাঁড়ায় ৩১২, যা পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ২৭০ থেকে অনেক বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে গেছে ২২৬ ইলেকটোরাল কলেজ ভোট।
মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন সুইং স্টেটসহ ৫০টি অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি জিতেছেন ট্রাম্প। ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত এবং প্রেসিডেন্ট থাকাকালে দুবার অভিশংসন হওয়া সত্ত্বেও ট্রাম্প এবার আগের চেয়ে অনেক ব্যবধানে জয়ী হয়েছেন।
বাইডেন নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর পর গত জুলাইয়ে কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী বুধবার (১৩ নভেম্বর) ওভাল অফিসে নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি ইতোমধ্যে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলে জানিয়েছেন।