পাকিস্তানে জঙ্গি-নিরাপত্তাকর্মী বন্দুকযুদ্ধে নিহত ১৭
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/20/pakisthan-1_0.jpg)
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বন্দুকযুদ্ধের ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছে। তবে দেশটির সামরিক কর্তৃপক্ষ নিহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেনি। তবে, একাধিক সরকারি কর্মকর্তা বলেছেন, তিরাহ উপত্যকায় প্রচণ্ড বন্দুকযুদ্ধে কমপক্ষে আটজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিনজন। খবর ডন নিউজের।
বন্দুকযুদ্ধে ৯ জন জঙ্গি নিহতের খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রদেশটির বাগ-ময়দান মারকাজ এলাকায় একটি সামরিক ক্যাম্পে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/11/20/paakistaan.jpg)
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বান্নু জেলার জানিখেল এলাকার মালিখেল তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী নিহত হয়। যদিও প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় ১১ জন নিহত হয়েছে এবং আরও দুজন গুরুতরভাবে আহত হয়েছে।
মালিখেল এলাকায় বিস্ফোরণের পরপরই বন্দুক হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তাকর্মীদের সঙ্গে এ সময় খণ্ডযুদ্ধে হতাহতের ঘটনা ঘটে। পরে আরও সৈন্য পাঠানোর হলে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত মাসের শেষ সপ্তাহে বান্নু জেলার বাক্কা খেল এলাকায় বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময়ে একজন মেজরসহ তিনজন নিরাপত্তাকর্মী নিহত হয়।