নিলামে নেপোলিয়নের তরবারি
ফরাসি সম্রাট নেপোলিয়নের ব্যক্তিগত ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি একটি তরবারি আগামী মাসে প্যারিসে নিলামে তোলা হবে বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান।
শনিবার (২৬ এপ্রিল) এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নেপোলিয়ন ১৮০২ সালে তরবারিটি অর্ডার দিয়েছিলেন এবং পুরো শাসনামলে এটি নিজের কাছে রেখেছিলেন।
নিলাম সংস্থা গিকেলো শুক্রবার (২৫ এপ্রিল) জানিয়েছে, আগামী ২২ মে প্যারিসে নিলামে ওঠার সময় তরবারিটির মূল্য ৭ লাখ থেকে ১০ লাখ ইউরো (৮ লাখ থেকে ১১ লাখ মার্কিন ডলার) পর্যন্ত উঠতে পারে বলে তারা আশা করছে।
নেপোলিয়ন তরবারিটি তার ঘনিষ্ঠ মিত্র ইমানুয়েল দ্য গ্রুশির কাছে হস্তান্তর করেছিলেন। নেপোলিয়ন তাকে তার সাম্রাজ্যের শেষ মার্শাল পদে অভিষিক্ত করেছিলেন।
১৮১৫ সাল থেকে, অর্থাৎ ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয়ের বছর থেকেই তরবারিটি গ্রুশির পরিবারের অধীনে রয়েছে।
এ তরবারির অনুরূপ আরেকটি কপি, যেটি নেপোলিয়ন নিজেই কমিশন করেছিলেন, বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
ফ্রান্সে নেপোলিয়ন সংক্রান্ত বিভিন্ন স্মারক নিয়মিতভাবে নিলামে উঠছে। এসব নিলামে সংগ্রাহকদের ব্যাপক আগ্রহের কারণে বেচাকেনা বেশ জমজমাট।
গত জুলাইয়ে ফ্রান্সে নেপোলিয়নের দুটো পিস্তল নিলামে বিক্রি হয়েছিল ১৭ লাখ ইউরোতে। পিস্তল দুটি তিনি একসময় আত্মহত্যার উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিলেন। আর ২০২৩ সালের নভেম্বরে নেপোলিয়নের বিখ্যাত ‘বাইকর্ন’ টুপি রেকর্ড দামে, ১৯ লাখ ইউরোতে বিক্রি হয়।
এছাড়া পোপ পিয়াস সপ্তমকে ১৮০৯ সালে অপহরণের ঘটনায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে নেপোলিয়নের হাতে লেখা একটি চিঠি এই সপ্তাহান্তে প্যারিসের বাইরে নিলামে উঠবে। চিঠিটির মূল্য ১২ হাজার থেকে ১৫ হাজার ইউরোর মধ্যে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)