মডেল মারিয়াকে গুলি করে হত্যা

২২ বছর বয়সী মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনানকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর সিএনএনের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ১৫ মে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ার বিচার বিভাগের জাতীয় জেন্ডার কমিশনের সভাপতি ম্যাগদা ভিক্টোরিয়া আকোস্টা জানান, ভেনেজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুকুটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারিয়া হোসেকে গুলি করে হত্যা করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে অ্যাকোস্টা বলেন, একজন সন্দেহভাজন ডেলিভারি ম্যানের ছদ্মবেশে মারিয়া হোসের বাড়িতে প্রবেশ করে। মারিয়া হোসে দরজা খোলার সময় তাকে গুলি করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, মারিয়া হোসে একজন উদ্যমী তরুণী ছিলেন, যার ভবিষ্যতে অনেক কিছু করার সম্ভাবনা ছিল। তিনি কলম্বিয়ার অনেক নারীর স্বপ্নের মতো ছিলেন, কিন্তু সেই স্বপ্নগুলো নির্মমভাবে ভেঙে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মডেল মারিয়া তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভ্রমণ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন কনটেন্ট পোস্ট করতেন। তার পোস্টের মধ্যে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া ভ্রমণ এবং পুলের ধারে বা জিমের বিভিন্ন ছবি ও ভিডিও অন্তর্ভুক্ত ছিল।
এর আগে, টিকটকে লাইভ স্ট্রিমিং করার সময় মেক্সিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মারিয়া হোসের হত্যাকাণ্ড ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।