বিমান দুর্ঘটনার দুই মাস আগে ককপিটে বসেছিলেন সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এই দুর্ঘটনার ঠিক দুই মাস আগে তিনি একটি বোয়িং বিমানের ককপিটে বসেছিলেন। আর সেই ছবিগুলোই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়তির এক নির্মম পরিহাস। খবর এনডিটিভির।
গত ১২ জুন লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (এআই ১৭১) ফ্লাইটটি ২৪২ জন যাত্রী ও ক্রু নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এক ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিকেল কলেজের হোস্টেল ও ক্যান্টিনে বিধ্বস্ত হয়, যার ফলে বিমানে থাকা একজন ছাড়া বাকি সবাই এবং মাটিতে থাকা আরও ২৯ জন নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার মাত্র দুই মাস আগে গত ৮ এপ্রিল বিজয় রূপানি আহমেদাবাদের ইন্ডাস ইউনিভার্সিটির ওয়েস্টার্ন ইন্ডিয়া ইনস্টিটিউট অফ অ্যারোনটিকস পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি বোয়িং ৭৩৭-২০০ বিমানের ককপিটের ভেতরে বসে ছবি তোলেন। ছবিতে তাকে কো-পাইলটের ব্যবহৃত ডানদিকের আসনে বসে থাকতে দেখা যায়। বিমানের দরজায় দাঁড়িয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের এভিয়েশন ডিন রাধিকা ভান্ডারির সঙ্গে কথাও বলেন।
রূপানি তার ইনস্টাগ্রাম পোস্টে ওই পরিদর্শনের কথা উল্লেখ করে লিখেছিলেন, আজ আহমেদাবাদের ইন্ডাস ইউনিভার্সিটির ক্যাম্পাস পরিদর্শনের সময় আমি ওয়েস্টার্ন ইন্ডিয়া ইনস্টিটিউট অফ অ্যারোনটিকস পরিদর্শন করি। এই পরিদর্শনে আমি বোয়িং ৭৩৭, সেসনা, জেনিথ ও মিগ-২১-এর মতো বিমানের মডেল এবং আসল বিমান দেখি।
রূপানি এভিয়েশন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে তার প্রাণবন্ত কথোপকথনের কথাও উল্লেখ করেন এবং ভারতীয় শিক্ষার্থীদের বিশ্ব মঞ্চে উজ্জ্বল হওয়ার কামনা করেন।

বিজয় রূপানি ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। এরপর ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
লন্ডনে তার স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল। তিনি প্রথমে ১৯ মে একই এআই১৭১ ফ্লাইটে তার টিকিট বুক করেছিলেন। কিন্তু পরিকল্পনা পরিবর্তনের কারণে তিনি সেই টিকিট বাতিল করে ৫ জুনে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তিনি তার দ্বিতীয় টিকিটও বাতিল করে শেষ পর্যন্ত ১২ জুনের এআই ১৭১ ফ্লাইটে সিট নম্বর ২ডি বুক করেন। পরপর দুবার টিকিট বাতিল করার পর তৃতীয়বার এই ফ্লাইটে যাত্রা যেন তাকে নির্মম ভাগ্যের দিকেই তাকে ঠেলে দিল।