ইস্তাম্বুলে শান্তি আলোচনা : নতুন বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেন বুধবার (২৩ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে তৃতীয় দফা শান্তি আলোচনা সম্পন্ন করেছে। এই বৈঠকে উভয় পক্ষ অন্তত এক হাজার ২০০ জনকে নিয়ে নতুন বন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছে। স্থানীয় সময় রাত ৮টা ৩৭ মিনিটে শুরু হয়ে রাত ৯টা ১৬ মিনিটে এই বৈঠক শেষ হয়। খবর আনাদুলু এজেন্সির।
আলোচনা শেষে রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি জানান, রাশিয়া তিনটি অনলাইন ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছে। এই গ্রুপগুলো রাজনৈতিক, মানবিক ও সামরিক—এই তিনটি ভিন্ন বিষয় নিয়ে কাজ করবে।
মেডিনস্কি নিশ্চিত করেছেন, উভয় পক্ষ প্রতিটি পক্ষের অন্তত এক হাজার ২০০ জনকে নিয়ে একটি নতুন বন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছে। মস্কো কেবল সামরিক কর্মী নয়, বেসামরিক নাগরিকদেরও বিনিময়ের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে গত বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন কর্তৃক আটক প্রায় ৩০ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।
মেডিনস্কি আরও বলেন, রাশিয়া এখন পর্যন্ত প্রায় সাত হাজার নিহত ইউক্রেনীয় সৈন্যের মৃতদেহ ফিরিয়ে দিয়েছে। আরও তিন হাজার মরদেহ স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে, ইউক্রেন থেকে তাদের নিজেদের মৃত সৈন্যদের যেকোনো সংখ্যক গ্রহণ করার প্রস্তাবও দিয়েছে রাশিয়া। তিনি জানান, ইউক্রেনীয় পক্ষ প্রযুক্তিগতভাবে তাদের গ্রহণের জন্য প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে রেড ক্রসের সহায়তায় মৃতদের দেহাবশেষ ইউক্রেনে স্থানান্তর করা হবে।
আহত সৈন্যদের সরিয়ে নেওয়া ও নিহত সৈন্যদের মৃতদেহ পুনরুদ্ধারের জন্য মস্কো ২৪ থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণারও আহ্বান জানিয়েছে। মেডিনস্কি বলেন, আমরা বিশ্বাস করি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি মেডিকেল দলগুলোকে আহতদের সরিয়ে নিতে ও কমান্ডারদের নিহত সৈন্যদের মৃতদেহ পুনরুদ্ধার করতে সক্ষম করবে।
বর্তমানে তথাকথিত ধূসর অঞ্চলে ক্রমাগত ড্রোন টহলের কারণে আহত সৈন্যদের উদ্ধার করার সময় মেডিকেল ইভাকুয়েশন দলগুলো চরম ঝুঁকির সম্মুখীন হচ্ছে।
ইউক্রেন থেকে হাজার হাজার শিশু ধরে নিয়ে যাওয়ার দাবির বিষয়ে মেডিনস্কি বলেন, রাশিয়াকে দেওয়া ৩৩৯ জন ইউক্রেনীয় শিশুর সম্পূর্ণ তালিকা তারা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছেন। প্রতিটি নাম ও পদবি প্রক্রিয়া করা হয়েছে। কিছু শিশুকে ইতোমধ্যেই ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলোর ওপর কাজ চলছে। যদি বৈধ বাবা-মা, নিকটাত্মীয় বা আইনি প্রতিনিধিদের খুঁজে পাওয়া যায়, তাহলে এই শিশুদের অবিলম্বে দেশে ফেরত পাঠানো হবে।
শিশুদের নির্বাসন সম্পর্কে ইউক্রেনের দাবির বিষয়ে মন্তব্য করে মেডিনস্কি বলেন, ইউক্রেনে ফেরত পাঠানোর জন্য মস্কোতে জমা দেওয়া কিয়েভের তালিকার বেশিরভাগ শিশু আসলে কখনও রাশিয়ায় ছিল না। সম্ভবত, তারা ইউরোপের কোথাও আছে। তাদের বর্তমান অবস্থান সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই বলে জানান তিনি। বর্তমানে রাশিয়ায় থাকা শিশুদের ক্ষেত্রে যদি তাদের বাবা-মা বা নিকটাত্মীয়দের শনাক্ত করা হয়, তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন— তাদের অবিলম্বে ফিরিয়ে দেওয়া হবে।

আগস্টের মধ্যে প্রেসিডেন্টদের মধ্যে একটি বৈঠক আয়োজনের জন্য ইউক্রেনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় মেডিনস্কি বলেন, এই বৈঠকে কী আলোচনা করা হবে সে সম্পর্কে প্রাথমিক কাজ করা উচিত। এই বৈঠকে চুক্তিটি নিয়ে আলোচনা করা ঠিক হবে না, বরং এটি সম্পূর্ণ থেমে থেমে স্বাক্ষর করার কথা। আবার শুরু থেকে সবকিছু নিয়ে আলোচনা শুরু করার জন্য একটি বৈঠক আয়োজনের কোনো মানে হয় না।
মস্কো ও কিয়েভের মধ্যে চতুর্থ দফার আলোচনা হবে না এমন গুজবের বিষয়ে কথা বলতে গিয়ে মেডিনস্কি বলেন, আমরা আশা করি এটি হবে।