রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক আফটারশক

রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরপরই একাধিক আফটারশক আঘাত হেনেছে। খবর সিএনএনের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মূল ভূমিকম্পের প্রায় ৪৫ মিনিট পর ৬ দশমিক ৯ মাত্রার একটি আফটারশক পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে।
এরপর আরও একটি ৬ দশমিক ৩ মাত্রার কম্পন ভিলিউচিনস্ক শহর থেকে ১৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অনুভূত হয়।
পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ওই অঞ্চলগুলোতে আরও নয়টি ভূমিকম্প হয়েছে, যেগুলোর মাত্রা ৫ দশমিক ৪ থেকে ৫ দশমিক ৮-এর মধ্যে ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।
ভূমিকম্পগুলোয় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে সতর্কতা অবলম্বন করে উপকূলবর্তী অঞ্চলগুলোতে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।

এদিকে, ভূমিকম্পের ফলে রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ানসহ বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এরইমধ্যে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো প্রদেশের হানাসাকি বন্দরে সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে।