ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৬

ফিলিপাইনের কেন্দ্রীয় দ্বীপ সেবুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও প্রায় ১৫০ জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে ৬.৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ধাক্কার পর অন্তত চারবার ৫ বা তার বেশি মাত্রার আফটারশক অনুভূত হয়। খবর আল জাজিরার।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদের তথ্য অনুযায়ী, বুধবার (১ অক্টোবর) সকাল পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে ও ১৪৭ জন আহত হয়েছেন।

সেবু প্রদেশে “দুর্যোগ পরিস্থিতি” ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, শত বছরের পুরনো একটি চার্চসহ একাধিক ভবন ধসে পড়েছে। সড়ক ও সেতুতে ভয়াবহ কাঁপুনিতে যানবাহন আটকে যায়।
সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো বলেছেন, “ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরও ভয়াবহ হতে পারে।” তিনি চিকিৎসক, নার্স ও জরুরি সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন।
সান রেমিজিও শহরের মেয়র আলফি রেইনেস বলেছেন, “ভারি বৃষ্টির মধ্যে বিদ্যুৎ নেই, পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য জরুরি সহায়তা প্রয়োজন।”

সান রেমিজিও শহরে ৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অগ্নিনির্বাপণ বিভাগ ও কোস্টগার্ডের সদস্যও রয়েছেন।
বোগো শহরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে চারজন শিশু। এছাড়া মেদেলিন ও টাবুয়েলান শহরে আরও দু’জনের মৃত্যু হয়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি সেবু, লেইতে ও বিলিরান প্রদেশের মানুষকে সমুদ্রতীর থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় "রিং অব ফায়ার" এলাকায় অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায় প্রতিদিন ভূমিকম্প হয়ে থাকে। ২০২২ সালের জুলাইয়ে ৭ মাত্রার এক ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছিলেন।