ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণ নিয়ে হট্টগোল, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে হট্টোগোল সৃষ্টি করেছেন দেশটির দুজন সংসদ সদস্য (এমপি)। তাদের দাবি ছিল ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে। এ সময় কিছুক্ষণের জন্য ট্রাম্প ভাষণ বন্ধ রাখেন। পরে অবশ্য ওই দুই সংসদ সদস্যকে নেসেট থেকে বের করে দেওয়া হয়েছে। খবর বিবিসি ও হিন্দুস্থান টাইমসের।
ট্রাম্প যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন হাদাশ পার্টির নেতা আয়মান ওদেহ ও এমকে ওফের ক্যাসিফসহ কয়েকজন বিক্ষোভকারী ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন!’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। নেসেটের স্পিকারের নির্দেশে নিরাপত্তা বাহিনী দ্রুত ওই দুই সংসদ সদস্যকে সরিয়ে দেয়।
অপসারণের পর ট্রাম্প পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করেন, ‘এটি খুবই কার্যকর ছিল।’
নেসেট থেকে বহিষ্কৃত হওয়ার আগে আয়মান ওদেহ বলেন, শুধু যুদ্ধবিরতি ও সামগ্রিক চুক্তির কারণেই তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, কেবলমাত্র দখলদারিত্বের অবসান ঘটানো ও ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই সবার জন্য ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে।
ট্রাম্প তাঁর ভাষণে গাজায় যুদ্ধবিরতি ও হামাস কর্তৃক বন্দি জিম্মিদের মুক্তির চুক্তিকে ‘একটি বিজয়’ বলে অভিহিত করেছেন। তিনি আরব ও মুসলিম দেশগুলোর মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই সমস্ত দেশ শান্তিতে অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করছে, এটা ইসরায়েল ও বিশ্বের জন্য এক অবিশ্বাস্য বিজয়।
ট্রাম্পের এই সফরের সময়ই হামাস শেষ জিম্মিদের মুক্তি দেয় ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তুতি নেয়। ট্রাম্প মিশরে যাওয়ার আগে ইসরায়েলে তাঁর সংক্ষিপ্ত সফরে যুদ্ধ সমাপ্ত ঘোষণা করেছিলেন।