শতাধিক খাদ্যপণ্যে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাম্পের
কফি, কলা ও গরুর মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন।
বর্ধিত মূল্যস্ফীতির চাপের মুখে এই সিদ্ধান্ত এসেছে। গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকান দলের দুর্বল ফলাফলের পর জীবনযাত্রার ব্যয় ইস্যুতে আরও মনোযোগী হচ্ছেন ট্রাম্প। খবর বিবিসির।
হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় অ্যাভোকাডো, টমেটো থেকে শুরু করে নারকেল, আমসহ বহু পণ্য শুল্কমুক্ত করা হয়েছে। প্রশাসনের দাবি—এগুলো যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় না।
ট্রাম্প আগে বহুবার বলেছেন, তার আরোপিত শুল্ক—যা বর্তমানে সব দেশের আমদানিতে ন্যূনতম ১০ শতাংশ। যা মূল্য বৃদ্ধি করবে না। বরং তিনি দাবি করেছেন, এটি আমেরিকান শিল্পকে সুরক্ষা দেবে এবং মানুষকে স্থানীয় পণ্য কিনতে উৎসাহিত করবে। তিনি ডেমোক্র্যাটদের অভিযোগকে ‘নতুন শব্দ’ ও ‘প্রতারণা’ বলে আখ্যা দেন।
তবে খাদ্যমূল্য, বিশেষ করে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। গত সপ্তাহে তিনি মাংস-প্রসেসিং কোম্পানিগুলোর বিরুদ্ধে ‘অবৈধ আঁতাত, মূল্য কারসাজি ও মূল্য-প্রভাবিত করার’ অভিযোগ এনে তদন্তের আহ্বান জানান।
শুল্কবিরোধী এই নতুন সিদ্ধান্তকে বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসনের নীতিগত বড়সড় প্রত্যাহার হিসেবে দেখছেন। এ পদক্ষেপে খাদ্যের দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এমন পণ্যের ওপরই শুল্ক কমাচ্ছি যেগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদন হয় না, তাই এতে আমাদের শিল্প বা খাদ্যপণ্য কোনো ক্ষতি হবে না।’
ট্রাম্প আরও বলেন, ‘কফির মতো কিছু পণ্যের দাম একটু বেশি ছিল। এখন খুব দ্রুতই দাম কমে যাবে।’
অর্থনীতিবিদরা আগেই সতর্ক করেছিলেন, শুল্ক আরোপ করলে মূল্যবৃদ্ধির মাধ্যমে তার খরচ ভোক্তাদের ওপরই এসে পড়ে। গত সেপ্টেম্বরেও যুক্তরাষ্ট্রে বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, যেখানে খাদ্যপণ্যের মূল্য আগের বছরের তুলনায় ২.৭ শতাংশ বেশি।
হোয়াইট হাউস জানায়, খাদ্যপণ্যে নতুন শুল্কছাড়গুলো বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাত থেকে কার্যকর হবে এবং তা অতীতের আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এছাড়া লাতিন আমেরিকার চার দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে কফি ও কলার ওপর শুল্ক কমানো হবে। এই সপ্তাহেই ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যুক্তরাষ্ট্রে কফির দাম ২০ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
কোন কোন পণ্য আর শুল্কের আওতায় নেই?
হোয়াইট হাউসের প্রকাশিত ১০০টিরও বেশি পণ্যের তালিকায় আছে—
পানীয় ও মসলা
কফি, কোকো, কালো চা, গ্রিন টি, ভ্যানিলা বিন।
গরুর মাংস
উচ্চমানের কাট, হাড়সহ ও হাড়ছাড়া, কর্নড বিফ, হিমায়িত ও ধূমায়িত মাংস।
শাক-সবজি ও ফল
অ্যাসাই, অ্যাভোকাডো, কলা, নারকেল, পেয়ারা, লেবু, কমলা, আম, প্ল্যানটেইন, আনারস, বিভিন্ন ক্যাপসিকাম, টমেটো
মসলা
অলস্পাইস, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, ধনিয়া, জিরা, কারি, শুলফা, মৌরি, আদা, জয়ত্রী, জায়ফল, ওরেগানো, পাপরিকা, জাফরান, হলুদ
বাদাম, শস্য ও বীজ
বার্লি, ব্রাজিল নাট, ক্যাপার, কাজু, চেস্টনাট, ম্যাকাডেমিয়া, মিসো, পাম হার্ট, পাইন নাট, খেসারি, ট্যাপিওকা, কচু, ওয়াটার চেস্টনাট

এনটিভি অনলাইন ডেস্ক