স্বর্ণের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ, রেকর্ড উচ্চতায় রূপা
মার্কিন ডলারের দাম কমে যাওয়া ও বাজারে প্রাথমিক পর্যায়ে ঝুঁকি এড়ানোর মনোভাব তৈরি হওয়ায় সোমবার (১ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিনিয়োগকারীরা এই মাসের শেষে সম্ভাব্য মার্কিন সুদের হার কমানোর দিকে মনোযোগ দেওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে, রূপার দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। খবর রয়টার্সের।
গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ দাম স্পর্শ করার পর সোমবার স্থানীয় বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। প্রতি আউন্সে স্বর্ণের দাম শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৪০ দশমিক ৫৪ ডলারে। অন্যদিকে, ডিসেম্বর মাসের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়ে চার হাজার ২৭৬ ডলারে লেনদেন হয়েছে।
আরও পড়ুন : দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
এদিকে, রূপার দাম দুই শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫৭ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে।
দাম বাড়ার কারণ
মার্কিন ডলার দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় অন্যান্য মুদ্রার ধারকদের জন্য ডলারের মূল্যে স্বর্ণ কেনা সস্তা হয়ে গেছে।
ফরেইন এক্সচেঞ্জ ট্রেডিং ও মুদ্রা তথ্য পরিষেবা প্রদানকারী সংস্থা (ওএএনডিএ)-এর সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেছেন, এসঅ্যান্ডপি ফিউচারসহ প্রধান ক্রিপ্টোকারেন্সিগুলোতে ঝুঁকি এড়িয়ে চলার কারণে স্বর্ণকে নিরাপদ আশ্রয়ের সম্পদ হিসেবে দেখার সুযোগ করে দিয়েছে।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
ফেডারেল রিজার্ভের (ফেড) গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ও নিউ ইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামসের সম্প্রতি দেওয়া নরম সুরের মন্তব্য এবং যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে ডিসেম্বরে সুদের হার কমানোর প্রত্যাশা আরও জোরদার হয়েছে। সিএমই-এর ফেডওয়াচ টুল অনুসারে, সুদের হার কমানোর ৮৭ শতাংশ সম্ভাবনা রয়েছে।
স্বর্ণ যেহেতু এমন একটি সম্পদ, যা থেকে কোনো নিয়মিত সুদ বা লভ্যাংশ (অ-ফলনশীল) পাওয়া যায় না, তাই কম সুদের হার সাধারণত এর দাম বাড়াতে সাহায্য করে।
আরও পড়ুন : যে কারণে অস্থির স্বর্ণের বাজার
ফেডের সুদের হারের সিদ্ধান্ত কোন দিকে যায় সেই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পেতে বাজার এখন শুক্রবার (৫ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত খরচ ব্যয়ের পরিসংখ্যান প্রকাশের জন্য অপেক্ষা করছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে প্ল্যাটিনামের দাম এক দশমিক তিন শতাংশ বেড়ে এক হাজার ৬৯৪ দশমিক ৭০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম দুই দশমিক এক শতাংশ বেড়ে এক হাজার ৪৮২ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক