নিরাপদ ক্ষমতার হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “নিরাপদ ক্ষমতার হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা আমেরিকার হাতে থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গতভাবে উত্তরণ ঘটাতে পারি, ততক্ষণ দেশ পরিচালনা করব। আমরা অন্য কারও (ভেনেজুয়েলায়) প্রবেশের সঙ্গে জড়িত হতে চাই না। গত দীর্ঘ বছরের পর বছর ধরে আমাদের যা অবস্থা ছিল, এখনও তাই।”
ভেনেজুয়েলায় আক্রমণের পর প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।
মাদুরো ও তার স্ত্রীর বিচার যুক্তরাষ্ট্রের মাটিতে হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “মার্কিন আদালতের কাছে মাদুরোর অপরাধের ‘অপ্রতিরোধ্য প্রমাণ’ রয়েছে। এটি একইসঙ্গে ভয়ঙ্কর ও শ্বাসরুদ্ধকর।”
ট্রাম্প দাবি করেন, মাদুরো ক্ষমতায় থাকার সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা, সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছেন, যা কেবল আমাদের জনগণকেই নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
ভেনেজুয়েলায় মার্কিন তেল কোম্পানিগুলো কাজ করবে জানিয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য নতুন দরজা খুলে দেবে। তারা শিগগিরই দেশটির বিশাল জ্বালানি প্রকল্পে অংশ নেবে।
ট্রাম্প বলেন, সবাই জানেন, ভেনেজুয়েলার তেল ব্যবসা ধসে পড়েছে, সম্পূর্ণ ধসে পড়েছে। তারা যা করতে পারত তার তুলনায় প্রায় কিছুই উত্তোলন করছিল না।
ট্রাম্প আরও বলেন, আমাদের বড় বড় তেল কোম্পানিগুলো কোটি কোটি ডলার ব্যয় করবে, বাজেভাবে ভেঙে পড়া অবকাঠামো এবং তেল অবকাঠামো মেরামত করবে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে।
ভেনেজুয়েলার রাজনৈতিক ও সামরিক ব্যক্তিদের সতর্ক করে ট্রাম্প বলেন, ‘মাদুরোর সঙ্গে যা ঘটেছে তা আপনার সঙ্গেও ঘটতে পারে।’ তিনি বলেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান যারা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ অথবা মার্কিনিদের জীবন বিপন্ন করতে পারে তাদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে নেওয়া উচিত।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার সব রাজনৈতিক ও সামরিক ব্যক্তিদের বোঝা উচিত, মাদুরোর সঙ্গে যা ঘটেছে তা তাদের সঙ্গেও ঘটতে পারে এবং যদি তারা ন্যায়পরায়ণতা, ন্যায্যতার সঙ্গে না থাকে, এমনকি তাদের জনগণের সঙ্গেও যদি না থাকে তবে তাদের সাথেও এমনটি ঘটবে।

এনটিভি অনলাইন ডেস্ক