দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেবেন ট্রাম্প : আয়োজক কমিটি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেবেন।
ফোরামের প্রধান নির্বাহী বলেছেন, ট্রাম্পের সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিনিধিদল।
প্যারিস থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দাভোস শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে এক অনলাইন সংবাদ সম্মেলনে ফোরামের প্রধান নির্বাহী বর্গে ব্রেন্ডে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে আবারও স্বাগত জানানোর জন্য আমরা আনন্দিত। তার প্রথম মেয়াদে সর্বশেষ অংশগ্রহণের ছয় বছর পর তিনি আবারও এই ফোরামে যোগ দিতে যাচ্ছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)