আরব আমিরাতে কবে থেকে শুরু হতে পারে রমজান
বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৮ ফেব্রুয়ারি (বুধবার) থেকে রমজান মাস শুরু হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
আজ সোমবার (১৯ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) শাবান মাসের প্রথম দিন। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ অথবা ৩০ দিন পরই পবিত্র রমজান মাস শুরু হবে।
গালফ নিউজের আরেকটি প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনা বেশি। আগামী ১৯ মার্চ রমজান মাসের শেষ দিন হতে পারে। তবে চাঁদ দেখা সাপেক্ষে বিষয়টি নির্ধারিত হবে।
এদিকে বাংলাদেশেও শাবান মাস শুরুর তারিখ জানা গেছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ অথবা ৩০ দিন পরই পবিত্র রমজান মাস শুরু হবে।

এনটিভি অনলাইন ডেস্ক