বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার (২৪ জানুয়ারি) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় গতকাল শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে শান্তি কমিটির সদস্যদের একটি ভবনে এ বোমা হামলার ঘটনা ঘটে।
আফগান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সন্ত্রাসীদের মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে স্থানীয় বাসিন্দা ও প্রবীণদের সমন্বয়ে এই শান্তি কমিটিগুলো গঠিত। ইসলামাবাদ এদের সমর্থন করে।
মুহাম্মদ আদনান আরও জানান, শুক্রবার তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া হামলায় আহতদের মধ্যে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তানি সেনাবাহিনী যখন প্রস্তুতি নিচ্ছে, তখন এই আত্মঘাতী হামলা হলো।
গতকাল শুক্রবারের এই বোমা হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তারা সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বহু হামলা চালিয়েছে।
শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়েছে আফগান সীমান্তের উভয় পাশে সক্রিয় থাকা টিটিপি। টিটিপি ঘোষণা করেছে, সংগঠনটির লক্ষ্য হলো পাকিস্তানে ইসলামী আইনের নিজেদের ধারণা অনুযায়ী কঠোর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
২০২১ সালে মার্কিন ও ন্যাটো সেনারা ২০ বছরের যুদ্ধের ইতি টেনে আফগানিস্তান ত্যাগ করে। এরপর দেশটিতে ক্ষমতায় ফেরে তালেবানরা। এরপর থেকে টিটিপি আরও সাহসী হয়ে ওঠে।
ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবানরা তাদের পাকিস্তানি অংশটিকে হামলা চালাতে সুযোগ করে দিচ্ছে। কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এই গোষ্ঠীর (টিটিপি) কার্যকলাপ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

এনটিভি অনলাইন ডেস্ক