শেরপুরে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/05/sherpur-dearh-news-pic.jpg)
শেরপুর জেলা সদরের বাজিতখিলা ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে নিহত মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ ঘিরে প্রতিবেশীরা। ছবি : এনটিভি
শেরপুর জেলা সদরের বাজিতখিলা ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে এক মাদ্রাসাশিক্ষার্থী। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসাশিক্ষার্থীর নাম তৌহিদ। সে বাজিতখিলার সুলতানপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহাম্মেদ স্থানীয়দের উদ্ধৃত করে বলেন, ‘আজ সকালে তৌহিদ নিজ গাছের কাঁঠাল পাড়ার জন্য ঘরের চালে উঠে। এ সময় চালের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় এবং সেখানেই মারা যায়। পরে লাইনের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে তৌহিদের মরদেহ নিচে নামানো হয়।
ওসি মুনছুর আহাম্মদ আরও জানান, এ ব্যাপারে জেনেছি। অপমৃত্যুজনিত ঘটনা হিসেবে আইনগতভাবে আমরা ব্যাপারটা দেখছি।