মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গৃহবধূকে নির্যাতন, গ্রেপ্তার ৩
নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহবধূ বাসন্তী রাণীর চুল কেটে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ওই গৃহবধূ থানায় মামলা করলে প্রধান মাতব্বর বিমল পাহানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, নির্যাতিত গৃহবধূ বাসন্তী রাণী আজ সকালে থানায় এসে মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান মাতব্বর বিমল পাহানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজন হলেন সুবাস পাহান এবং নাপিত ভবেশ চন্দ্র।
জানা গেছে, গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে বাসন্তী রাণীর চুল কেটে মাথা ঘোল ঢালার ঘটনা ঘটে। গ্রামের লোকজনের উপস্থিতিতে তাঁর বাড়ির আঙিনায় চুল কেটে মাথায় ঘোল ঢেলে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক নারী দাবি করন, এক মুসলিম যুবকের সঙ্গে ওই গৃহবধূর অনৈতিক সম্পর্ক ছিল। গ্রামের মাতব্বরের রায়ে তাঁর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। এই কাজে তাঁর স্বামী দিলিপ হাপাহানেরও সম্মতি ছিল।
গতকাল দুপুরের ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা তাঁকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। এ সময় ওই তিনি দাবি করেন, ‘আমার কারো সঙ্গে অনৈতিক সম্পর্ক নেই। গ্রামের মাতব্বরেরা আমার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিয়েছেন।’
ওই গ্রামের হিন্দুধর্মাবলম্বী বাসিন্দা গোবিন্দ সাহা বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ওই গৃহবধূ প্রতিহিংসার শিকার হয়েছেন। শুদ্ধ করার বিষয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীনেতা বিমল চন্দ্রের কারণেই হয়েছে। এমন সিদ্ধান্ত গ্রামের আরও কয়েকজন মাতব্বর এক হয়ে দিয়েছিলেন। এর আগে এই গ্রামে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা কখনও শুনিনি।’
এ বিষয়ে জানতে স্থানীয় মাতব্বর বিমল পাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে জাবারীপুর বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু বলেন, ‘ঘটনাটি দুপুরের পর শুনেছি। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি।’
এ বিষয়ে উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সভাপতি বৌদ্দ নাথ বলেন, ‘বিষয়টি খুবই অমানবিক। এ রকম নিয়ম আছে বলে আগে কখনও শুনিনি।’
বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহবধূ বাসন্তী রাণীর মামলার পরিপ্রেক্ষিতে আজ দুপুর পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীর স্বামীসহ আরও জড়িতরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।