চাঁদা নেওয়ার সময় হাতেনাতে আটক যুবক
চট্টগ্রামের কর্ণফুলী সেতু এলাকায় যানবাহন থেকে চাঁদা নেওয়ার সময় নাছির উদ্দিন নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সেনাসদস্যরা তাকে নিয়ে অভিযানে বের হয়ে বিপুল ধারালো অস্ত্র উদ্বার করে। গতকাল রোববার (১৮ আগস্ট) রাতে তাকে আটক সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, কর্ণফুলী সেতু এলাকায় সড়কের ওপর অবৈধ স্ট্যান্ড বসিয়ে যানবাহন থেকে চাঁদা তুলছিল একটি গ্রুপ। স্থানীয়রা বাধা দিলে বিভিন্ন দেশীয় ধারাল অস্ত্র নিয়ে জনগণের ওপর হামলা চালায় গ্রুপটি। এ সময় স্থানীয়রা অবৈধভাবে গড়ে ওঠা স্ট্যান্ড ভেঙে দেয়। এক চাঁদাবাজকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
টাস্ক ফোর্স-৪ এর ক্যাপ্টেন মাহরাফ হোসেন জানান, স্থানীয় জনগণ চাঁদাবাজ ধরেছে এমন খবরে সেনাবাহিনীর তিনটি টহল দল কর্ণফুলী সেতু এলাকায় যায়। এসময় এলাকাবাসী নাছির উদ্দিন নামে একজন সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
পরে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি দোকানে অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রভর্তি বাক্স উদ্ধার করা হয়। বাক্সে থাকা মোট ২১টি বিভিন্ন ধরনের ছোট-বড় ধারালো অস্ত্রসহ অপরাধীকে বাকলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।