জনপ্রিয় চ্যানেল এনটিভির এইচডি সম্প্রচার শুরু
বেসরকারি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির এইচডি সম্প্রচার আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে এক বার্তায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ। ভিডিও বার্তায় আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘আজকে একুশে ফেব্রুয়ারি শুরুর এই মাহেন্দ্রক্ষণে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনালগ্নে আমি এনটিভি পরিবারে সবস্তরের কর্মকর্তা, কর্মচারী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সম্মানিত চেয়ারম্যান সাহেব ও পরিচালকবৃন্দের পক্ষ থেকে আপনাদের জানাতে চাচ্ছি, আজকে এই মুহূর্ত থেকে এইচডি সম্প্রচারে সম্পৃক্ত হচ্ছি। আজকে এই মুহূর্ত থেকে এনটিভির সব প্রকার কনটেন্ট, নিউজ, অনুষ্ঠানমালা এইচডি ফরম্যাটে সম্প্রচারিত হবে। সুদীর্ঘ ১৫ বছর ধরে আমরা এইচডি ফরম্যাটে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় বারবার উদ্যোগ নেওয়ার পরেও আমরা পিছিয়ে পড়ি। অতঃপর বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্টের পতন হলো। আমরা সঙ্গে সঙ্গেই কার্যক্রম জোরদার করি এবং ডিজিটালাইজেশনে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করি। ঐতিহাসিক এই মুহূর্তে আমি এনটিভির এইচডি কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি।’
মো. আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘এনটিভি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় চ্যানেল। এনটিভির গঠনমূলক অনুষ্ঠান দর্শকদের কাছে জননন্দিত, সমাদৃত ও জনপ্রিয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ খবর, এক্ষেত্রে আমরা কারও সঙ্গে আপস করি না।’
২০১৫ সালের ফেব্রুয়ারিতেই এনটিভির অনলাইন ভার্সন যাত্রা শুরু করে উল্লেখ করে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বর্তমানে অনলাইনের সাবস্ক্রাইবার, ফলোয়ার সব মিলিয়ে সংখ্যা পাঁচ কোটির বেশি।’
এমডি আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘ পথচলায় অনেক বাধাবিপত্তি ছিল, কিন্তু আমরা দমে যাইনি। করোনার সময় সারা বিশ্ব যখন কোয়ারেন্টাইনে আবদ্ধ ছিল, তখন আমাদের সংবাদকর্মী ও অনুষ্ঠানকর্মীরা আমরা আমাদের অনুষ্ঠান কিংবা সংবাদ এক মুহূর্তের জন্য থামাইনি। কিন্তু বিগত ছাত্র-জনতার আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের চাপের মুখে আমরা আমাদের সম্প্রচার ৩০ মিনিট বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। সরকারের বিভিন্ন পেটোয়া বাহিনীর গুলিতে ছাত্র-জনতা নির্বিচারে হতাহত হচ্ছিল। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেসব সংবাদ প্রচার করছিলাম। এর ফলশ্রুতিতেই সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এত কিছুর পরেও আমরা দমে যাইনি। এটা আপনাদেরই টিভি।’
আশফাক উদ্দিন আহমেদ আরও বলেন, ‘আপনাদের বিপদে এনটিভিকে আপনারা সবসময় পাশে পাবেন। এনটিভির সংকটময় সময়েও আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে নিয়ে আমরা সময়ের সাথে আগামীর পথে এগিয়ে যাব। আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’ বিস্তারিত দেখুন ভিডিওতে।