কুমিল্লায় ইউপি চেয়ারম্যান সাহেব আলী গ্রেপ্তার
 
          গ্রেপ্তার সাহেব আলী। ফাইল ছবি        
          বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগনেতা সাহেব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (১৮ মে) সকালে উপজেলার কোরপাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাহেব আলী বর্তমান বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং মোকাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, রোববার বেলা ১১টার দিকে উপজেলার কোরপাই এলাকা থেকে সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।

 
                   মাহফুজ নান্টু, কুমিল্লা
                                                  মাহফুজ নান্টু, কুমিল্লা
               
 
 
 
