রাজধানীতে ফিরছে মানুষ, প্রবেশপথ যাত্রাবাড়ীতে যানজট

দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটির পর আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। দুপুরের পর থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে লেগেছে প্রচণ্ড যানজট। ফাঁকা রাজধানী হয়ে উঠছে আবারও কোলাহলপূর্ণ।
আজ শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ী এলাকায় হাজার হাজার লোকাল ও ব্যক্তিগত গাড়িতে করে প্রবেশ করেছে মানুষ। এতে যাত্রাবাড়ী এলাকার ঢাকার প্রবেশমুখ শনির আখড়া থেকে হানিফ ফ্লাইওভার ও সায়দেবাদ, যাত্রাবাড়ী মোড়ে তীব্র যানজট লেগেছে। তবে রাজধানীর ভেতরে এখনও কিছুটা ফাঁকা রয়েছে। মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পল্টনে ছুটির দিনের মতোই যাত্রীবাহী গাড়ির চাপ কম। তবে অটোরিকশার পরিমাণ ছিল অনেক বেশি। তবে সায়দাবাদ, দয়াগঞ্জ ও ধোলাইপাড় এলাকায় তীব্র যানজট দেখা গেছে।
গাবতলী ও মহাখালী বাস টার্মিনালেও ছিল একই দৃশ্য। বাস থেকে নামা যাত্রীদের বেশিরভাগই ব্যাগপত্র হাতে তাড়াহুড়ো করে গন্তব্যের পথে ছুটছিলেন। সায়দাবাদ এলাকায় দেখা গেছে, টার্মিনাল থেকে বের হওয়ার পর যাত্রীরা রিকশা ও অটোরিকশার খোঁজে হিমশিম খাচ্ছেন। রাস্তায় অটোরিকশার সংখ্যা বেশি হলেও যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।
রাজধানীর অভ্যন্তরে প্রধান সড়কগুলোতে অবশ্য দেখা গেছে যানবাহনের তেমন চাপ নেই। মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পল্টন, গুলিস্তান, জিরো পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ সড়কে ছুটির দিনের মতোই গাড়ি কম ছিল। তবে অটোরিকশার আধিক্য চোখে পড়েছে। অন্যদিকে, সায়দাবাদ, দয়াগঞ্জ ও ধোলাইপাড় এলাকায় ছিল তীব্র যানজট। সকাল থেকে দুপুর পর্যন্ত এসব এলাকায় ধীরগতিতে চলেছে যানবাহন। স্থানীয়রা জানান, ঢাকার প্রবেশমুখ হওয়ায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অটোরিকশার চাপে এই যানজট সৃষ্টি হয়।
সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত ছুটি রয়েছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) দুর্গাপূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাই সরকারি অফিস আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে পুনরায় শুরু হবে।