‘রোমান্টিক’ নায়ক অপূর্ব এলেন নতুন অবয়বে
ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ‘রোমান্টিক’ নায়ক বলে থাকেন অনেকেই। তবে গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ট্রল’ দেখলে সেই ধারণা খানিকটা পাল্টে যাবে। সেখানে প্রতিশোধের নেশায় ক্ষিপ্ত হয়ে আছেন এই অভিনেতা; যেন দীর্ঘদিন পর নতুন এক অবয়বে হাজির হয়েছেন।
যদিও এই প্রসঙ্গে অপূর্বর বক্তব্য, ‘ট্রল নিয়ে আমি নই, দর্শকেরাই বলবেন। এটি আমার বলার মতোই একটা কাজ। আমি ট্রল দেখার পর দর্শকদের মন্তব্যের অপেক্ষায় আছি।’
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৯০ মিনিটের সাইলেন্ট কিলারের গল্পে অপূর্বর বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ। অপূর্ব-ফারিণ ছাড়াও আরো আছেন শতাব্দী ওয়াদুদ, অপু, সদ্য প্রয়াত অভিনেত্রী লরেন মেন্ডেস, পড়শি প্রমুখ। স্বরুপ চন্দ্র দের রচনায় এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।
দেশীয় ওটিটি প্লাটফর্ম সিনেমাটিক অ্যাপে দেখা যাচ্ছে ‘ট্রল’। প্রতিষ্ঠানটির পরিচালক তামজিদ অতুল জানিয়েছেন, ‘এক সাইলেন্ট কিলারের গল্প নিয়েই ট্রল। যেখানে একসঙ্গে অনেকগুলো গল্প দেখতে পাবেন দর্শকেরা। চেয়েছি, ভিন্ন কিছু করতে। অপূর্ব ভাইও দারুণ অভিনয় করেছেন এতে। তবে এই গল্প বোধের কিংবা প্রতিশোধের—যাই হোক না কেন, এতে আরো একটু মানবিক, আরো একটু সহানুভূতিশীল হওয়ার আহ্বান রয়েছে।’
তামজিদ অতুল আরো জানিয়েছেন, ‘মানহীন কোনো কাজ নয়, আমরা জেনুইন ভালো কনটেন্ট দিয়ে ইউজারদের সিনেম্যাটিক চিনিয়েছি। আগামীতে এটাই অব্যাহত থাকবে।’