একাই ৫০ বলিউড তারকার সমান ড্যানিয়েল ক্রেগ!
পরবর্তী দুই ‘বন্ড’ মুভির প্রতিটির জন্য ৬৮০ লাখ ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে। প্রস্তাবিত সম্মানীর বিরাট এই অঙ্কই প্রমাণ করে, ‘বন্ড’ ফ্র্যাঞ্চাইজি এখনো ক্রেগকে দিয়েই জমজমাট রাখতে চান প্রযোজকরা। ‘স্কাইফল’ আর ‘স্পেক্টর’র বিলিয়ন ডলার বক্স অফিস আয়ের ব্যাপারটা তো মাথায় থাকছেই। সব দিক বিবেচনা করলেই সহজেই খুঁজে পাওয়া যায় ড্যানিয়েল ক্রেগের জন্য এতটা আগ্রহের কারণ।
ক্রেইগকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আকাশচুম্বী সম্মানীর, যে পরিমাণ অর্থ দিয়ে সহজেই পাওয়া যেত হলিউড বা বলিউডে এর কয়েক গুণ অভিনেতাকে। বলিউডের কথাই ধরা যাক। ক্রেগের এক ছবির সম্মানীর একটা ছোট্ট অংশ দিলেও অভিনয়ের জন্য পাওয়া যাবে প্রায় ডজনখানেক প্রথম সারির বলিউড অভিনেতা।
হলিউড অভিনেতা টম হিডলস্টোনের শিডিউল পেতে হলিউড প্রযোজকদের ব্যয় করতে হয় ৭৫০ লাখ আমেরিকান ডলার। তথ্যানুসারে, পরবর্তী বন্ড ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য টম ‘হিডলস্টোন’কে যদি এই মুদ্রার অর্ধেকটাও দেওয়া হয় সেই অঙ্কটা দাঁড়াবে ৩৭৫ লাখ ডলারে, ভারতীয় মুদ্রায় রূপান্তর করলে যার পরিমাণ হয় ২২৫ কোটি রুপি।
বলিউডের প্রথম সারির তারকাদের সম্মানীর তালিকাটা যদি দেখা হয়, তাহলে দেখা যাবে বলিউডে তাঁদের প্রতিটি ছবির জন্য, সালমান খান-৫৫ কোটি, অক্ষয় কুমার-৪৫ কোটি, শাহরুখ খান-৪০ কোটি, আমির খান-৪০ কোটি, রণবীর কাপুর-২৫ কোটি, হৃতিক রোশন-২০ কোটি, অমিতাভ বচ্চন-১২ কোটি, দীপিকা পাড়ুকোন-১২ কোটি, কঙ্গনা রানাউত-১১ কোটি, রণবীর সিং-১০ কোটি, কারিনা কাপুর-১০ কোটি, প্রিয়াঙ্কা চোপড়া-৯ কোটি, ক্যাটরিনা কাইফ-৭ কোটি রুপি সম্মানী পান। এটি অবশ্য ছবি থেকে ছবি অনুযায়ী রকমফের হয়, তবে গড়পরতা হিসাব অনেকটা এ রকমই।
এই তালিকার সবাই বলিউডের সর্বাধিক সম্মানী পাওয়া ১৪ অভিনেতা-অভিনেত্রীদের একজন। যাদের সবার সর্বমোট সম্মানী একসঙ্গে হিসাব করলে দাঁড়ায় ২৮৫ কোটি রুপি।
যার মানে, বলিউডের সেরা ১৪ অভিনেতার আয় (২৮৫ কোটি)+ টম হিডলস্টোন এর ২২৫ কোটি= ড্যানিয়েল ক্রেইগের এক ছবির আয় (৫১০ কোটি)।
একইভাবে ইদ্রিস এলবা (যার ছবি প্রতি সম্মানীর পরিমাণ ১২০ লাখ ডলার) যদি ‘বন্ড’ হতেন, তাহলে ভারতীয় মুদ্রায় তাঁর সম্মানীর পরিমাণ হতো ৭২ কোটি রুপি। এর সঙ্গে বলিউড তারকাদের ছবিপ্রতি সম্মানীর তুলনা করলে দেখা যায়, ক্রেগকে প্রস্তাব দেওয়া অর্থে ‘বন্ড’ প্রযোজকরা পেতে পারতেন তিনজন ইদ্রিস এলবা, সঙ্গে পুরো বলিউডের প্রথম সারি। যেখানে সর্বমোট অর্থের পরিমাণ হতো, ২১৬ কোটি+ ২৮৫ কোটি= ৫০১ কোটি।
একই পরিমাণ অর্থ দিয়ে ‘বন্ড’ প্রযোজকরা পেতে পারতেন দুজন মাইকেল ফ্যাসবেন্ডার (ছবিপ্রতি দুই কোটি ডলার) সঙ্গে বলিউডের পুরো প্রথম সারি। যে ক্ষেত্রে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ২৪০ কোটি রুপি+ ২৮৫ কোটি রুপি= ৫২৫ কোটি রুপি, ‘বন্ড’-এর পাওয়া ৫১০ কোটির চেকের চেয়ে যে অঙ্ক খানিকটা বেশি।
তার মানে দাঁড়াচ্ছে ‘বন্ড’ হিসেবে ড্যানিয়েল ক্রেগের এক ছবির আয় একজন গড়পরতা প্রথম সারির বলিউড অভিনেতার ৫০ গুণ!