কী কী রোগ শীতে বাড়ে?
তীব্র শীতে দুর্ভোগে পড়েছে জনজীবন। বাড়ছে ঠাণ্ডার কারণে হওয়া রোগের প্রকোপ। অ্যাজমা, জ্বর-কাশি, অ্যালার্জির সমস্যা এ সময় বাড়ে।
কী কী রোগ শীতে বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৪৭তম পর্বে কথা বলেছেন ডা. মাওলানা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বাংলাদেশ ইউএস পিপলস হসপিটালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
প্রশ্ন : শীতে কোন কোন রোগ একটু বেশি হয়?
উত্তর : শীতে দেহের তাপমাত্রা পরিবর্তন হয়ে যায়। দেহের তাপমাত্রা পরিবর্তন হয়ে গেলে সম্পূর্ণ মন ও শরীর পরিবর্তন হয়ে যায়। মানুষ বিষণ্ণ হয়ে পড়ে। সহজেই রোগে আক্রান্ত হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
শীতের প্রচলিত রোগ হলো ফ্লু, সর্দি-কাশি, গলাব্যথা। এ ছাড়া অ্যাজমা অ্যাটাক, ব্রঙ্কিউলাইটিস হয়। শিশুরা এসব সমস্যায় বেশি ভোগে। স্থানীয় কিছু হাসপাতালের সঙ্গে আমি কথা বলে দেখেছি। অনেক শিশু মারা গেছে। তারা রক্ষা করতে পারেনি। কারণ, তাদের ভালো চিকিৎসা ছিল না, প্রশিক্ষিত চিকিৎসকও ছিল না। তাই আগে থেকে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

ফিচার ডেস্ক