থাইরয়েড রোগীর প্রাথমিক কী কী পরীক্ষা দরকার
অনেকে থাইরয়েড বা অন্যান্য হরমোনজনিত নানান সমস্যায় ভুগছেন। থাইরয়েড হরমোন অনেক বেড়ে যেতে পারে। আবার থাইরয়েড হরমোন কমে যেতে পারে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব থাইরয়েড রোগীর প্রাথমিক কী কী পরীক্ষা দরকার।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে থাইরয়েড ও হরমোনজনিত সমস্যা নিয়ে কথা বলেছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম এ হালিম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
থাইরয়েড রোগীর প্রাথমিক কী কী পরীক্ষা-নিরীক্ষা দরকার হয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. এম এ হালিম খান বলেন, প্রাথমিকভাবে থাইরয়েডের পরীক্ষাগুলো খুবই ইজি বলে থাকি। আসলে তাঁর হাইপো না কি হাইপার, এই জিনিসটি চিন্তা করে আমরা প্রথমে যে পরীক্ষাগুলো দিই, সাধারণত আমরা যদি চিন্তা করি তাঁর হাইপোথাইরয়েড হতে পারে, সে ক্ষেত্রে আমরা এফটি৪ টিএসএইচ পরীক্ষা দিয়ে থাকি। যদি দেখা যায় টিএসএইচ বেশি আছে, এফটি৪ কম আছে, তাহলে আমরা বলে থাকি যে তাঁর হাইপোথাইরয়েডিজম হয়েছে।
ডা. এম এ হালিম খান বলেন, যদি হাইপারথাইরয়েড আমরা চিন্তা করি, তাহলে এফটি৩, এফটি৪ পরীক্ষাগুলো দিয়ে থাকি। তো হাইপোথাইরয়েডের ক্ষেত্রে দেখা যায় যে যদি টিএসএইচ বেশি থাকে, আমরা ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি। কিন্তু হাইপারথাইরয়েডের ক্ষেত্রে দেখা যায় যে তাঁর টিএসএইচ যদি কমে যায়, এফটি৩ বা এফটি৪ যদি কমে যায়, সে ক্ষেত্রে আমরা প্রথমেই ট্রিটমেন্ট শুরু করতে পারি না। কী কারণে তাঁর হাইপার হয়েছে, সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হয়। অনেকগুলো কারণ আছে। এসবের মধ্যে একটা হলো গ্রেভস ডিজিজ, আমরা জানি গ্রেভস হলে তাঁর একধরনের ট্রিটমেন্ট। আর অনেকের আছে, নডিউল থেকে অনেক বেশি হরমোন নিঃসৃত হচ্ছে। সেটার জন্য আরেক ধরনের ট্রিটমেন্ট।
ডা. এম এ হালিম খান যুক্ত করেন, কারও কারও ক্ষেত্রে ক্ষণস্থায়ী থাইরয়েড গ্রন্থির প্রদাহ হয়। এ ধরনের রোগী যাঁরা, তাঁদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টি-থাইরয়েড ড্রাগস বা থাইরয়েডের যে ওষুধগুলো আছে, সেগুলো খুব একটা দরকার হয় না। আমরা সিম্পটেমেটিক ট্রিটমেন্ট দিলে পরবর্তী সময়ে তাঁর অ্যান্টি-থাইরয়েড ড্রাগস খুব একটা দরকার হয় না।
থাইরয়েড রোগ ও হরমোনজনিত সমস্যা সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।