বয়ঃসন্ধিকালে ত্বকে যেসব সমস্যা বেশি হয়
স্বাস্থ্য প্রতিদিন, পর্ব ৩৬৩৮
সাধারণত ১৩ থেকে ১৯ বছর বয়সকে বয়ঃসন্ধিকাল ধরা হয়। এ সময় ছেলে ও মেয়ে উভয়েরই শারীরিক ও মানসিক নানা পরিবর্তন আসে; হরমোনের পরিবর্তন ঘটে। ত্বক ভোগে বিভিন্ন সমস্যায়।
বয়ঃসন্ধিকালে ত্বকের সমস্যার বিষয়ে জানিয়েছেন ডা. ফারিয়াল হক। বর্তমানে তিনি বনানী প্রেসক্রিপশন পয়েন্টে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৩৮তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : বয়ঃসন্ধি বলতে আসলে কোন বয়সীদের বোঝানো হয়? এবং তাদের ত্বকের যত্ন কোন কোন বিষয় মাথায় রাখা জরুরি?
উত্তর : টিনএজ হলো বয়ঃসন্ধিকাল। এ বয়সে মানুষের দেহে কিছু হরমোনাল পরিবর্তন আসে। সেটি ছেলে বা মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে। হরমোন পরিবর্তনের জন্য তাদের ত্বকে সাধারণত কিছু সমস্যা দেখা দেয়। এ সমস্যার মধ্যে সবচেয়ে প্রধান যেটি, সেটি হলো ব্রণ। ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে এ সমস্যা হতে পারে।