মায়ের থাইরয়েড থাকলে সন্তানেরও হয়?
থাইরয়েড আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। এটি অনেকটা প্রজাপতির মতো। থাইরয়েড গ্রন্থির সমস্যা হলে গলগণ্ড, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজমসহ বিভিন্ন সমস্যা হয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে থাইরয়েডের সমস্যা ও প্রতিকার নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন ডা. মো. হাসানুল হক নিপুণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
থাইরয়েড রোগের লক্ষণ সম্পর্কে ডা. মো. হাসানুল হক নিপুণ বলেন, হাইপোথাইরয়েড ও হাইপারথাইরয়েড, সেটার আলাদা কিছু লক্ষণ আছে। আজ থাইরয়েড ক্যানসারের লক্ষণ সম্পর্কে বলতে চাই। একজন রোগী এসে প্রথমে অভিযোগ করবে, আমার গলার সামনে একটা ফোলা আছে। কিন্তু তার আত্মীয়-স্বজন এসে বলবে গলার সামনে একটা ফোলা আছে। ফোলা হলেই যে ক্যানসার তা নয়। আমাদের যে ফোলা তার শতভাগ যদি ধরি, তার ২০ থেকে ১০ শতাংশ ক্যানসার। কখন আমি ক্যানসার বলব? যখন এই ফোলাটা অতি দ্রুত বড় হয়ে যাচ্ছে, গলার কণ্ঠস্বর বসে যাচ্ছে, গলার দুই পাশে নেক-নোডগুলো ফুলে যাচ্ছে। তার পর যে দলাটা ছিল, আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। এ রকম যদি লক্ষণ থাকে, তাহলে আমি বুঝতে পারব যে এটা ক্যানসার হতে পারে। তখন অতি দ্রুত ডাক্তারের পরামর্শে যেতে হবে।
থাইরয়েড গ্রন্থির ক্যানসার হওয়ার ঝুঁকিতে কারা সবচেয়ে বেশি রয়েছে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. হাসানুল হক নিপুণ বলেন, যারা চাইল্ডহুড রেডিয়েশন এক্সপোজার, পারমাণবিকভাবে যদি কোনও রেডিয়েশন হয়, সে ক্ষেত্রে হতে পারে। বংশগতভাবে বা ফ্যামিলির কারও ছিল, তাহলে থাইরয়েড ক্যানসার হতে পারে। আমাদের থাইরয়েড কন্ট্রোল করে টিএসএস নামে একটি হরমোন, সেই টিএসএস যদি পারসিস্টেন্ট ইস্টিমুলেশন থাকে, তাহলে ইন দ্য লং রানে থাইরয়েড ক্যানসার হতে পারে।
কোনও মায়ের যদি থাইরয়েডের সমস্যা থাকে অথবা তিনি যদি ক্যানসারের পেশেন্ট হয়ে থাকেন, সে ক্ষেত্রে তাঁর সন্তানদের হওয়ার কোনও সম্ভাবনা আছে কি না? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. হাসানুল হক নিপুণ বলেন, হ্যাঁ, অবশ্যই আছে। যদি মায়ের থাইরয়েডের প্রবলেম থাকে, তাহলে বাচ্চার হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে ক্ষতিকারক হচ্ছে, মায়ের যদি প্রেগন্যান্ট অবস্থায় হাইপোথাইরয়েড হয়, তাহলে বাচ্চারও হাইপোথাইরয়েড হতে পারে। সে জন্য প্রেগন্যান্ট অবস্থায় আমরা নরমাল যে টেস্টগুলো করি, সেই সাথে থাইরয়েড ফাংশনটাও করে দেখতে হবে। থাইরয়েড ফাংশনে যদি অ্যাবনরমালিটি থাকে, তাহলে এটা কারেকশন করে নিতে হবে।
থাইরয়েডের বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।