বুকে ব্যথার কারণগুলো জানেন?
বুকে ব্যথা একটি প্রচলিত সমস্যা। সব বুক ব্যথাই হার্টের কারণে হয় না, এ ছাড়াও আরো কারণ রয়েছে। বুকে ব্যথা কেন হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৮৯তম পর্বে কথা বলেছেন ডা. এম এ বাশার। বর্তমানে তিনি বিআরবি হসপিটালে ইন্টারন্যাশনাল মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বুকে ব্যথা সাধারণত কী কী কারণে হয়ে থাকে?
উত্তর : আসলে বুকে ব্যথা কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপসর্গ। সাধারণত বুকের সামনে যে ব্যথা হয়, একে বুকে ব্যথা বলি। বিভিন্ন কারণে এটি হতে পারে। ত্বক, মাংসপেশি ও হাড়ে যদি কোনো প্রদাহ হয়, কোনো আঘাত পাওয়ার সমস্যা হয়, তাহলে বুকে ব্যথা হতে পারে।
এরপর রয়েছে ফুসফুস। ফুসফুসের পর্দার মধ্যে মাংসপেশি ও হাড়- এতে যদি প্রদাহ হয় বা কোনো আঘাত লাগে, তাহলে বুকে ব্যথা হতে পারে। ফুসফুসের একটি কভার রয়েছে, প্লুরা, এতে প্রদাহ হলেও ব্যথা হতে পারে। হার্ট যখন রক্ত ঠিকমতো না পায়, তখনো বুকে ব্যথা হতে পারে। অনেক সময় বুকে ব্যথা অন্য জায়গা থেকে স্থানাস্তরিত হয়ে আসে। ঘাড়ে যে হাড় রয়েছে, সেখানে নার্ভে যদি কোনো প্রেশার পড়ে সেটিও কিন্তু বুকে আসতে পারে। পেটে এসিড আলসার রোগ, গ্যাস ওপরে উঠলেও বুকে ব্যথা হতে পারে। এ ছাড়া ইসোফেজাল স্পাজম যদি হয়, তাহলে বুকে ব্যথা হতে পারে। অনেক সময় পিত্তথলিতে যে রোগ হয়, এটি থেকেও বুকে ব্যথা হতে পারে। তাহলে আমাদের এ জিনিসগুলো থাকতে হবে। অনেক সময় দেখা যায়, যারা মানসিকভাবে আপসেট তাদেরও বুকে ব্যথা হতে পারে।

ফিচার ডেস্ক