চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মৃত্যু ছাড়াল ২০০

দেশে ফের চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর। দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গু এখন কেবল শহরে নয়, এর প্রকোপ ছাড়িয়ে গেছে দেশের বিভিন্ন জেলাতেও।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল।
বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৭ হাজার ৮৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত একদিনে সারা দেশে ৪৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৪৫ হাজার ২৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪৯০ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন রয়েছেন।
উল্লেখ্য, গত বছর, অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছিল মোট এক লাখ এক হাজার ২১৪ জন। একই সময়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।