দুই ঘণ্টায় লেনদেন ১৭৬ কোটি টাকা, উত্থানে সূচক
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (১ অক্টোবর) শুরুর প্রথম দুই ঘণ্টায়, অর্থাৎ বেলা ১২টায় লেনদেন হয়েছে ১৭৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে শেয়ার ক্রেতার চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম ১৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪১ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৬৬৫ পয়েন্টে। সেই সূচকের উত্থান গতি পরে কমে আসে। লেনদেনের শুরুর প্রথম দুই ঘণ্টা বা ১২০ মিনিটে সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৮৪ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬৪২ দশমিক ৩৪ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক চার দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৮ দশমিক ২১ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক তিন দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৬ দশমিক ৫১ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১১টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে ১০ কোটি ৯৬ কোটি টাকা। এছাড়া গ্রামীণফোনের ১০ কোটি ৯৫ লাখ টাকা, ইবনে সিনার আট কোটি ২৩ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের আট কোটি ৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের সাত কোটি ২৩ লাখ টাকা, সোনালী আঁশের ছয় কোটি ৯৮ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যারের পাঁচ কোটি ৪৬ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের চার কোটি ৭৭ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চার কোটি ৬৮ টাকা এবং লাভেলো আইসক্রিমের তিন কোটি ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।