অ্যাস্টন ভিলাকে হারাল লিভারপুল
কাতার বিশ্বকাপের মহাযজ্ঞ শেষে শুরু হলো ক্লাব ফুটবলের খেলা। বিশ্বকাপ বিরতি শেষে মাঠে নেমেই অ্যাস্টন ভিলাকে হারাল লিভারপুল। সুযোগ নষ্ট করা অ্যাস্টন ভিলাকে শেষ পর্যন্ত ৩-১ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ সালাহ-অ্যালিসনের ক্লাব লিভারপুল।
ম্যাচের ৫ মিনিটে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন মোহাম্মদ সালাহ । ৩৭ মিনিটে সালাহর পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ভার্জিল ফন ডাইক। ২-০ গোলেরি লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে ব্যবধান কমান অ্যাস্টন ভিলার স্ট্রাইকার অলি ওয়াটকিন্স। ২-১ গোলের ব্যবধান নিয়ে ম্যাচ পৌঁছায় শেষ দশ মিনিটে। ৮১ মিনিটে বদলি হিসেবে নামা স্টেফান বাজসেটিক গোল করে ৩-১ গোলের লিড এনে দেন লিভারপুলকে।
এদিকে বারবার ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় ওয়াটকিন্সদের। প্রথমার্ধে শুরুতেই গোলের দারুণ সুযোগ হাতছাড়া হয় তাঁদের। ওয়াটকিন্সের ডান পায়ের শট ফিরিয়ে দেন গোলরক্ষক অ্যালিসন। তাতে অ্যাস্টন ভিলাকে হতাশ করার পাশাপাশি নিজ ক্লাব লিভারপুলকে রক্ষা করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।
ব্যর্থতার মিছিলে লিভারপুলও ছিল সমানতালে। শুরুতে অ্যান্ড্রু রবার্টসনের ক্রস কাজে লাগাতে পারেননি নুনেস। এছাড়া ২৫ ও ২৮ মিনিটেও গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন ডারউইন নুনেজ। তবে দলের জয়ে ব্যর্থতাগুলো হয়তো মনে থাকবে না তাঁর।
বিশ্বকাপ শেষে হার দিয়ে শুরু করা অ্যাস্টন ভিলা ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে ১২ নম্বরে। আর জয় পাওয়া লিভারপুল ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে । ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।